Monday, 9 December 2013

হৃদয় -মন আজ বেদনা ভারাক্রান্ত-এড.তাজুল ইসলাম

এড.তাজুল ইসলাম ভাইয়ের লেখা..........
হৃদয় -মন আজ বেদনা ভারাক্রান্ত। চারদিকে ফিসফাস.। গুজবের ডালপালা সবদিকে। মূল কথা আজ রাতে বা মংগল বারের মধ্যেই ফাসীতে হত্যা করা হবে আব্দুল কাদের মোল্লাকে। সংবিধান ও আইনের কোন সুযোগ ই গ্রহন করতে দেয়া হবেনা তাকে। এমন কি প্রান ভিক্ষা চাওয়ার জন্য ১৫ দিন সময় , যা সকল মৃত্যুদন্ড প্রাপ্ত আস্মী কে দেয়া হয় , তাও নাকি তাকে দেয়া যাবেনা। সাড়ে তিন বছর মামলা পরিচালনা করতে গিয়ে প্রতিটি অভিযোগ ও তথ্য প্রমান বিশ্লেসন করে আমার এ দৃঢ় প্রত্যয় জন্মেছে যে তার বিরুদ্ধে একটি অভিযোগও সত্য নয় । প্রসিকিউশন ও তদন্তকারীরা মিথ্যার পাহাড় তার উপর চাপিয়ে দিয়েছে। বৈরী মিডিয়ার নির্বিচার ও নির্লজ্জ মিথ্য্চারের বদৌলতে ছাত্র - ছাত্রীদের প্রিয় শিক্ষক, সাংবাদিক্দের প্রিয় মোল্লা ভাই , সদালাপী ও বিনয়ী মানুস টি হয়ে গেলেন " কসাই কাদের " । বিভ্রান্ত শাহবাগীদের বিকৃত উল্লাস আর বিভত্স চিত্কারে আইনের শাসন ও মানবাধিকার যেন পালিয়ে বাচ্লো । বিবেক হলো হলো ভূলুন্ঠিত। কি বিচিত্র , কি নির্মম এই দেশ!!!! সংবিধান ও আইনের যে ব্যাখ্যা ও শিক্ষা শিক্ষক ও আইন পেশার সিনিয়রদের কাছে শিখেছিলাম তা যেন প্রতিনিয়ত ব্যাংগ করে আমাদের । আইনের শাসন, due process of law-- এসব নীতিকথা আজ বড্ড বেসুরো ঠেকে, । অদ্ভুত আধার এক গ্রাস করেছে আমাদের। কে জানে এই অদ্ভুত আধার ফুড়ে আবার কবে আলো আসবে ।

No comments:

Post a Comment