ঘ্যাচ্ করে বল্লমের মতো গিয়ে বিঁধলো ওদের হৃৎপিন্ডের ঠিক মাঝখানে । মাথায় আগুন দ্ঘরে গেলো নাস্তিকদের । চারিধিকে অন্ধকার আচ্ছন্ন করে নিলো । তাদের মনটা ভঙ্গে খান খান হয়ে গেলো । এ কি হয়ে গেলো তারানকো জামায়াত !!!??
মাত্র এক সকালেই জামায়াতের সাথে সাক্ষাৎ করে এলেন জাতিসংঘের এই বিশেষ দূত ।
সর্বনাশ ! একদিনেই এত পরিবর্তন ! না জানি ওদের যাবতীয় ষড়যন্ত্র টের পেয়ে জামায়াতের ব্যাপারে সুধারনা প্রতিষ্ঠিত হয়ে গেল তার মনে । একদিনেই জামায়াতের শুভাকাঙ্ক্ষী হয়ে গেলো তারানকো ?
জামায়াতের সংগে তারানকোর সাক্ষাৎকারকে কোনভাবেই ঠেকাতে না পারার ব্যর্থতা এখন ওদেরকে কুরে কুরে খাচ্ছে । তাইতো নাস্তিক সরকারের অবৈধ প্রজন্মনের নেতা এইডস পাগলের মতো তারানকো কে বকতে শুরু করলেন ।
No comments:
Post a Comment