Monday, 9 December 2013

আগামী সপ্তাহে হরতাল-অবরোধ-ঘেরাও একসাথে



এই সপ্তাহও পুরোটা কাটছে অবরোধে। সাথে পূর্ণদিবস সারাদেশে কিংবা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হরতালও
চলছে। তবে এ আন্দোলন আর রাখছে না ১৮ দলীয় জোট। আগামী সপ্তাহ থেকেই ঘেরাও কর্মসূচির
দিকে যাচ্ছে তারা। সোমবার রাতে জোটের কয়েকজন নেতা তেমন সম্ভাবনার কথা জানিয়েছেন।
ঐ নেতারা বলেন- দাবি আদায় হচ্ছে না, সরকার ন্যায্য দাবিই মানছে না। তাই শুধু হরতাল কিংবা অবরোধ
অথবা হরতাল-অবরোধ আর হচ্ছে না। এবার এর সাথে যোগ হচ্ছে ঘেরাও কর্মসূচিও। আর তা আসছে সপ্তাহ থেকেই
হবে বলে জানান।
বিরোধী দলের ঐ নেতারা জানান, যেকোনো মূল্যে দাবি মেনে জনগনকে মুক্ত করা হবে। আর সেজন্য সব
প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। আগামী সপ্তাহ থেকে ঘেরাও কর্মসূচি শুরু হবে।
প্রথম দু'দিন সারাদেশে জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারী স্থাপনা ঘেরাও করা হবে। এরপরও
দাবি মানা না হলে সচিবালয় অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করা হবে বলে জানান তারা।

No comments:

Post a Comment