লর্ড কার্লাইল ব্রিটেনের সিনিয়র আইনজীবী ও
রাজনীতিবিদ লর্ড কার্লাইল বলেছেন,
বাংলাদেশে বিরোধীদলীয় নেতা কাদের
মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পদক্ষেপ
অবশ্যই রহিত করতে হবে। অন্যথায়
দেশটিকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হতে পারে। লন্ডনের হাউজ অব লর্ডসের এক বার্তায় এ
খবর জানা গেছে। এতে বলা হয়, দেশীয় ও
আন্তর্জাতিক কোনো ধরনের আইনের
তোয়াক্কা না করে বিতর্কিত
একটি বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড
দেয়া কাদের মোল্লাকে গোপনে ফাঁসি দেয়ার
চেষ্টা করা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ ও
গণহত্যা প্রতিরোধে গঠিত অল
পার্টি পার্লামেন্টারি গ্রুপের ভাইস
চেয়ারম্যান লর্ড কার্লাইল আরো বলেছেন,
তাদের কাছে আসা তথ্য মতে জানা গেছে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে মঙ্গলবার ভোর
রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকর
করা হতে পারে।
দেশে জরুরি অবস্থা জারি করে নির্বাচন
পিছিয়ে দেয়ার
মতো পরিস্থিতি সৃষ্টি করতে এ ধরনের নির্দেশ দেয়া হয়েছে বলেও তাদের
কাছে তথ্য আছে বলে তিনি জানান।
তিনি বলেন, কাদের মোল্লার মৃত্যুদণ্ড
কার্যকর করা থেকে সরকারকে অবশ্যই বিরত
থাকতে হবে। এই রায় কার্যকর করার জন্য
প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। কেননা তিনি তার রাজনৈতিক
উদ্দেশ্য হাসিলের জন্য এমনটা করছেন। ব্রিটিশ রাজনীতিবিদ ও
আইনজীবী কার্লাইল আরো বলেন,
বেআইনি মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত
না হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ
অন্য মন্ত্রীদের ব্রিটেনে ভিসা প্রদান
বন্ধ রাখতে হবে। তিনি ইইউকেও একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী নির্বাচন
নিয়ে বাংলাদেশে চলমান রাজনৈতিক
সহিংসতা থেকে পরিত্রাণের জন্য শেখ
হাসিনার কাছে একটি পথই খোলা আছে।
তা হচ্ছে জরুরি অবস্থা জারি করে নির্বাচন পিছিয়ে দেয়া। মনে হচ্ছে তিনি (শেখ
হাসিনা) সেই
পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কাদের
মোল্লার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর
করা হলে জামায়াতে ইসলামীর
সমর্থকেরা দেশে হরতাল-অবরোধের নামে আন্দোলনে নামবে।
এতে জরুরি অবস্থা জারির পথ সুগম হবে।
No comments:
Post a Comment